যশোর অভয়নগরে লকডাউনেও কিস্তি আদায়ে কঠোর এনজিওগুলো

অপরাধ

মোঃ কামাল হোসেন যশোর থেকে :
যশোর অভয়নগরে বিভিন্ন এনজিওগুলো সরকার ঘোষিত কঠোর লকডাউনের ভেতরও কিস্তি আদায় কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অভয়নগরের বিভিন্ন এলাকা ঘুরে গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, কঠোর লকডাউনে তারা কর্মহীন হয়ে পড়েছে, আয় উপার্জন বন্ধ থাকায় তারা তিন বেলা অন্ন জোগাতে পারছেনা, সেখানে এনজিওর কিস্তি দেওয়া অসম্ভব, অথচ এনজিও থেকে নিয়মিত কিস্তি আদায়ের জন্য চাপ সৃস্টি করা হচ্ছে।
পাঁচ কবর এলাকার বাসিন্দা সোলেমান বলেন, কিস্তি আদায়ের জন্য এনজিও স্যারেরা বাড়িতে এসে চাপ দিচ্ছেন।
গ্রামীন ব্যাংক চেঙ্গুটিয়া শাখার শাখা ব্যবস্থাপক কিস্তি আদায়ের বিষয়টি অস্বীকার করে সাংবাদিককে বলেন, আমরা ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কিস্তি আদায় কার্যক্রম বন্ধ রেখেছি।
লকডাউনে কিস্তি আদায়ের বিষয়ে জানতে চাইলে অভয়নগর উপজেলার ইউএনও আমিনুর রহমান সাংবাদিককে বলেন, বিষটি নিয়ে আমি কিছু জানিনা।

Leave a Reply

Your email address will not be published.