কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী বাজারে ইসলামী ব্যাংকের নতুন শাখা সময়ের দাবী

অন্যান্য

বিশেষ প্রতিনিধি :
আমরা কুমিল্লা জেলার সদর দঃ থানার বৃহওর সুয়াগাজি এলাকাবাসী, আমাদের এ বাজারটি মুলত কুমিল্লা সদর দঃ থানার মুল কেন্দ্র বৃন্দ।এখানে রয়েছে অনেক স্কুল,কলেজ,কলকারখানা,ইটেরভাটা,ছ মিল,সিএনজি পেট্রোল পাম্প,গার্মেন্টস সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি। বাজারের আশেপাশে রয়েছে ২/৩ লক্ষ মানুষের বসবাস।এ বাজারে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক,সোনালী ব্যাংক,যমুনা ব্যাংক,জনতা ব্যাংক সহ অসংখ্য বীমা,এনজিও প্রতিষ্ঠান। এ এলাকার অনেক মানুষ প্রবাসে কাজ করে,বাজারে রয়েছে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। দৈনিক হাজার কোটি টাকার লেনদেন হয়।এমতবস্থায় এ বাজারের মধ্যখান স্হানে ইউনুছ ডিলার মার্কেটে একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর নতুন শাখা স্হাপন করলে লোকজনের অসুবিধা দূরের পাশাপাশি এ ব্যাংকের প্রতি মানুষের আস্হা ও বিশ্বাস আরো বেশি বেড়ে যাবে।
আশা করি বিষয়টি বিবেচনা করে নতুন একটি শাখা স্হাপনের অনুমতি ও বাস্তবায়নের কাজ দ্রুত করতে যথাযথ কর্তৃপক্খের দৃষ্টি আকর্ষন করছি।
বিনীত এলাকাবাসীর পক্ষে
মোঃ লিটন
মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ
সুয়াগন্জ,সদর দঃ উপজেলা,কুমিল্লা।

Leave a Reply

Your email address will not be published.