আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন-অর- রশিদের হাতে ফেন্সিডিলসহ ১ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ

মোঃ মনির হোসেন,আশুলিয়া থেকে :
আশুলিয়ায় ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গত ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) হারুন-অর-রশিদ। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার সম্ভার পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আমিনুল ইসলাম (৪২) কুমিল্লা জেলার চান্দীনা থানার উবরা চৌধুরী বাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে ঢাকার পল্লবী এলাকায় বসবাস করেন। সে দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার বাইপাইলসহ আশপাশের এলাকায় মাদক সরবারহ ও বিক্রয় করে আসছিলো বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, আশুলিয়ার বাইপাইল এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আশুলিয়া থানা পুলিশের এই চৌকস অফিসার।এ সময় তিনি আরো বলেন আশুলিয়াকে মাদক মুক্ত করতে সব সময় তৎপর রয়েছে আশুলিয়া থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.