বগুড়ার আদমদিঘী থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশের যৌথ উদ্যোগে মাস্ক বিতরণ

অন্যান্য

মুক্তারুজ্জামান আদমদিঘী বগুড়া :
করোনা সচেতনতায় বগুড়ার আদমদীঘির সান্তাহার ফাঁড়ি ও থানা পুলিশের যৌথ উদ্যোগে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

শনিবার ৩ এপ্রিল বিকেলে পৌর শহরের রেলগেট চত্বর এলাকায় এই মাস্ক বিতরণের উদ্বোধন করেন আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ (ওসি) জালাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, এএসআই রোস্তম ফারুকসহ অন্যান পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে ও বাড়ির বাহিরে বের হলেই মুখে মাস্ক পড়ার আহবান জানান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

তিনি আরো জানান, পুলিশের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে ১ হাজার পিস মাস্ক বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.