যশোরের শার্শায় ৮৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১জন

অপরাধ

মোঃ কামাল হোসেন,যশোর থেকে :
যশোরের শার্শা সীমান্ত এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ছহির উদ্দিন (৩০) নামের এক মাদক কারবারিকেও আটক করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে উপজেলার ধান্যখোলা, জেলেপাড়া ও শিকারপুর সীমান্ত এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। আটক ছহির উদ্দিন বেনাপোল পোর্ট থানার এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত এলাকা ধান্যখোলা থেকে ৩৪ কেজি গাঁজাসহ ছহির উদ্দিনকে আটক করে বিজিবি। এছাড়াও জেলেপাড়া পোস্টের আয়রন ব্রিজ হতে ২২ কেজি ও শিকারপুর বাওড় পাড় হতে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ আট হাজার টাকা। গাঁজাসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.