বাংলাদেশের নতুন বোলিং কোচ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের গিবসন

খেলা

ক্রীড়া প্রতিবেদক :
ওটিস গিবসন বাংলাদেশের বোলিং কোচ হচ্ছেন, এমনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। অবশেষে সেই ঘোষণাও চলে এলো। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলারকে জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

গতকাল মঙ্গলবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গিবসনের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তাদের।

২০১৯ সালের ডিসেম্বরে শার্ল ল্যাঙ্গেভেল্ট চলে যাওয়ার পর বোলিং কোচের পদটা খালি পড়ে ছিল।

পাকিস্তান সফর দিয়ে শুরু হচ্ছে গিবসনের দায়িত্ব। তিনটি টি-টোয়েন্টি খেলতে বুধবার রাতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল।

গিবসন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। তবে প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট খেলেছেন ১৭ বছর। সব মিলিয়ে নিয়েছেন এক হাজারের বেশি উইকেট।

২০০৭ সালে অবসরের পর থেকেই যুক্ত আছেন কোচিংয়ে। বেশ হাই-প্রোফাইল কোচও তিনি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বোলিং কোচ ছিলেন ইংল্যান্ডের। সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে তিনি কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন।

বিপিএল চলার সময়ই গিবসন জানিয়েছিলেন, তার সঙ্গে আলোচনা চলছে বিসিবির। অবশেষে তাকে বোলিং কোচ হিসেবে চূড়ান্ত করল বিসিবি।

তাকে নিয়োগ দেওয়ার পর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, এতে দলের কোচিং স্টাফের শক্তিমত্তা বাড়বে, তার দারুণ অভিজ্ঞতা আছে, বিশ্বজুড়ে কোচিং করিয়েছেন এবং খেলেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগও পেয়েছেন। আমি নিশ্চিত বাংলাদেশ দলের কোচিং গ্রুপে তিনি খুব মূল্যবান এক সংযোজন হবেন।

Leave a Reply

Your email address will not be published.