বগুড়া শেরপুরে মোবাইল কোর্টে ৯ জনকে জরিমানা

অপরাধ

মুহাম্মদ মতিন খন্দকার টিটু :
গত (১৭ এপ্রিল) শনিবার বগুড়া শেরপুরে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণরোধে লকডাউনে ৯ টি মামলায় ২২০০/- টাকা জরিমানা করেন। বগুড়া শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মাঈনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম আজ (১৭ এপ্রিল) শনিবার শেরপুরে লকডাউন কার্যকরী করতে ধুনট মোড়, মির্জাপুর হাট, সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বাজার, কলেজ রোড, কাফুরাসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন বাজারে বাজারদর মনিটরিং করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাঈনুল ইসলাম ,শেরপুর মোবাইল কোর্টে ২ টি মামলায় ১২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।এছাড়া সহকারী কমিশনার(ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর ৭ টি মামলায় ১০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শেরপুর থানা পুলিশ এবং শেরপুর উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার মাঈনুল ইসলাম জানান লকডাউন কার্যকরী করতে উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়ার মোবাইল কোর্ট চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published.