বগুড়া কাহালুতে বাড়ি বাড়ি সরকারি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও মো: মাছুদুর রহমান

অন্যান্য

মতিন খন্দকার টিটু :
বৃহস্পতিবার বগুড়ার কাহালু পৌর এলাকায় লক ডাউন বাড়ী সহ উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ী বাড়ী গিয়ে সরকারি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, এস আই খায়ের উদ্দিন প্রমূখ। কোভিড নভেল করোনা ভাইরাস প্রতিরোধে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান দিনে রাতে উপজেলার এক প্রান্ত হতে অন্য প্রান্তর পর্যনÍ জনগণকে সচেতন করার জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, আবার বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি। এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি বলেন, সরকারি যে অর্পিত দায়িত্ব এবং কাহালু উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দিনে রাতে কাজ করতে আমি প্রস্তুত আছি। তিনি আরও বলেন, করোনা ভাইরাসে অতংকিত না হয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। প্রতিনিয়ত জামা কাপড় পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে নিজ নিজ ঘরে থাকতে হবে। খেটে খাওয়া শ্রমজীবি মানুষ সহ নি¤œ আয়ের মানুষেরা যাতে খেতে পড়ে জীবন ধারণ করতে পারে এ ব্যবস্থা সরকারের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে এবং কাহালুতে বাড়ী বাড়ী গিয়ে সরকারি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.