বগুড়ায় ১শ বোতল ফেন্সিডিল সহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

মতিন খন্দকার টিটু :
ওরা নারী!! নারী মানেই শ্রদ্ধার পাত্র। গায়ে ওদের বোরকা কিন্তু ওরা নারী নামক মুখোশের আড়ালে পেশাদার মাদক ব্যবসায়ী। হিলি থেকে ফেন্সিডিল কিনে ওরা নিজেরাই মাদক সাপ্লাই করে বিভিন্ন জেলায়। গোপনে চতুরতার সাথে তারা চালিয়ে যাচ্ছিলো এই মাদক ব্যবসা। হিলি থেকে সোজা বগুড়ায় ফেন্সিডিল এনে বিক্রি করতো অন্যান্য মাদক ব্যাবসায়ীদের কাছে। এইভাবেই জমজমাট চলছিলো তাদের এই চোরাকারবারি মাদক ব্যবসা। কিন্তু বাদ সাধে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টায় বারপুর মোড় থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ফাঁড়ির এস আই আব্দুল গফুর এর নেতৃত্বে এটিএসআই সোহেল রানা, আনিসুর রহমান, আব্দুর রহমান ও মহিলা পুলিশ সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে নারী পুলিশের হেফাযতে রেখে তাদের দেহ তল্লাশীকালে বোরকার নিচে তাদের শরীরের সঙ্গে বিশেষ কায়দায় স্কচটেপ এর মাধ্যমে লুকিয়ে রাখা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের বাবলী পারভীন (৩০) ও লাইজু বেগম ওরফে লাজু (২৫)। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.