ঢাকা সিটি নির্বাচনে ভোটার তুলনায় কর্মী-সমর্থকদের কেন্দ্রে অবস্হান বেশি

রাজনীতি

এম শাহীন আলম :

আজ ১ ফেব্রুয়ারি শনিবার  সকাল ৮টা থেকে শুরু হয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। সকালে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে ভোটার। কিন্তু প্রতিটি কেন্দ্রে ভোটারদের থেকে প্রার্থীর কর্মী-সমর্থকদের আনাগোনা বেশি দেখা গেছে। এ চিত্র উত্তর-দক্ষিণের বিভিন্ন ভোট কেন্দ্রে।


অধিকাংশ কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে ভোটারের চেয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। কোনো কোনো কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে মাতুয়াইলের বাসিন্দা জাহিদ সাংবাদিকদের বলেন, সকাল হওয়ার কারণে এখন ভোটারদের উপস্থিতি কম। এখন আমার মতো কর্মী-সমর্থকদের ভিড় বেশি থাকলেও দুপুরে ভোটারদের ভিড় বেশি দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published.