জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ-পূর্তিতে আনন্দ মেলায় অংশ নিলেন কালাম মজুমদার মহিলা কলেজ

বিনোদন

হালিম সৈকত, কুমিল্লা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা ইতিহাসের মহানায়ক সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব জন্মশত-বর্ষের আনন্দ মেলায় অংশ গ্রহণ করেছে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ। 

কলেজ অধ্যক্ষ মোঃ কামরুল আহসানের নেতৃত্বে প্রায় ৩০০ ছাত্রী আনন্দ মেলায় যোগ দেয়। তাদের মধ্যে অনার্সের ছাত্রীরাও অংশগ্রহণ করে। 

শিক্ষকদের মধ্যে ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শামীম ইকবাল, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহিরুল ইসলাম, সহকারি অধ্যাপক মোঃ আমির হোসেন,  প্রভাষক মোঃ আবদুল হালিম, ইসহাক মজুমদার, আমির হোসেন, জাকিয়া সুলতানা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাংবাদিক হালিম সৈকত, দিদারুল আলম, মশিউর রহমান, সমাজ কর্মের সাইদুল ইসলাম শাহিন, আঃ মমিন, হিসাব বিজ্ঞান বিভাগের তারেক মাসুদ প্রমুখ। 

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র চেয়ারম্যান নাফিসা কামাল, তাসফিয়া কামাল, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। 

এ সময় ১৭ উপজেলার ইউএনও ও উপজেলা চেয়ারম্যানদের নিয়ে টি২০ ক্রিকেট টিমের প্রত্যেক দলের পতাকা উত্তোলনসহ ট্রফি উন্মোচন করা হয়। 

পরে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন প্রায় লক্ষাধিক মানুষ। সাংস্কৃতিক পর্বে পারফরমেন্স করেন দেশ সেরা শিল্পীরা। তাদের মধ্যে ছিলেন বাংলা চলচ্চিত্রের সুপার হিরো শাকিব খান, বিদ্যা সিনহা মিম, মমতাজ, ইমরান,  আরেফিন রুমি ও ঐশী প্রমুখ। ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় মনোমুগ্ধকর লেজার শো ও আতশ বাজির খেলা। 

২৫ জানুয়ারি শনিবার দুপুর ৩ টা থেকে রাত প্রায় ১১ টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published.