চাঁদপুর শাহরাস্তিতে ওসি শাহআলম ওসি আবদুল মান্নানের বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অন্যান্য

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া :
শাহরাস্তি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নাকে বরণ ও মোঃ শাহ আলমকে বিদায় দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে থানা পুলিশের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় ও বরণ করে নেয়া হয়। নবাগত অফিসার
ইনচার্জ মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও
উপ-পরিদর্শক আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য
রাখেন পৌর মেয়র হাজি আব্দুল লতিফ, উপজেলা কমিউনিটিং পুলিশের সভাপতি অধ্যক্ষ আঃ আউয়াল মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, এস আই চৌধুরী মোঃ আলম,
কন্সেঃ মাহতাবউদ্দিন, টামটা উত্তর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ ফারুক দর্জি, দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মানিক, রায়শ্রী দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সুচিপাড়া দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুর রশিদ, মেহের দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন,
প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আঃ মান্নান ব্যাপারী, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, আমি চেষ্ঠা করেছি জনগনের পাশে থেকে তাদের সেবা করতে। আমি শপথ করে বলতে পারবো, আমি কারো ক্ষতি করিনি। আমি দিনরাত চেষ্টা করেছি যে কোন সমস্যা সমাধানে কাজ করতে। যে কোন সমস্যার জন্য জনগনকে থানায় না এনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি আশা করি নতুন অফিসার ইনচার্জ আপনাদের সেবায় কাজ করতে পারবে।নবাগত অফিসার ইনচার্জ আঃ মান্নান বলেন, শাহ আলম স্যার অনেক পরিশ্রম করেছেন। সব সময় জনগনের পাশে থেকে সেবা দিতে চেষ্ঠা করেছেন। আমি চেষ্ঠা করবো আপনাদেরকে যথাযথ সেবা দিতে। আমি যেন আপনাদের জন্য সব সময় কাজ করতে পারি সেই লক্ষে আমাকে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আর বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন
থানা মসজিদের ইমাম হাফেজ মোঃ আবদুর রহিম,।

Leave a Reply

Your email address will not be published.