গত ২২ মাসে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের হাতে নিহত ১৩৮জন মাদক ব্যবসায়ী- স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

ডেস্ক রিপোর্ট :
দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরুর পর গত ২২ মাসে র‌্যাবের অভিযানে ১৩৮ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পতেঙ্গা র‌্যাব-৭ সদর দফতরে আয়োজিত মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালের ৩ মে প্রধানমন্ত্রী মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর থেকে বিশেষ অভিযানে র‌্যাব ৪২ হাজার ৮৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া র‌্যাবের হাতে ১৩৬ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

তিনি বলেন, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার পিস ইয়াবা, ৬৭ কেজি হেরোইন, ১ কেজি ৮২০ গ্রাম কোকেন, ৬১ কেজি আফিম, ৩ লাখ ১০ হাজার ৭৫৫ বোতল ফেনসিডিল, ৯ হাজার ১২৪ কেজি গাঁজা, ১৭ হাজার ১৭১ বোতল বিদেশি মদ ও ২৫ লাখ ৩৪ হাজার ৫৩৯ লিটার দেশি মদ জব্দ করেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো- প্রধানমন্ত্রীর নির্দেশগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল- জঙ্গিবাদ নিয়ে, আমরা জঙ্গিবাদ দমন করেছি। এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা মাদকের তৎপরতা বন্ধে তিন ভাগে কাজ শুরু করেছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সুন্দরবন একসময় জলদস্যু, বনদস্যুদের অভয়ারণ্য ছিল। কোনো পর্যটক, স্থানীয় জেলে সুন্দরবনে যেতে পারতেন না। কিন্তু র‌্যাবের প্রচেষ্টায় এখন সুন্দরবন জলদস্যু-বনদস্যুমুক্ত হয়েছে। শত শত জলদস্যু-বনদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

কক্সবাজারে ইয়াবার প্রবেশ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অবদানের কথা তুলে ধরে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে ইয়াবা প্রবেশের প্রধান রুট কক্সবাজার। সেখানেও র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা কমে এসেছে।৳ শুধু র‌্যাব নয়, সেখানে আমরা কোস্টগার্ড-বিজিবিকে শক্তিশালী করেছি। যে পর্যন্ত এর শেষ দেখছি না, আমরা ক্ষান্ত হবো না। আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস হতে দেব না।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে মাদক ধ্বংস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. হাবিবুর রহমান, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী, বিভিন্ন সরকারি ও সামরিক কর্মকর্তাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী, মাদক ও জঙ্গিবাদবিরোধী বই বিতরণ করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করান র‌্যাব সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (অপরেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

Leave a Reply

Your email address will not be published.