কুমিল্লা হোমনায় করোনা সন্দেহে ২ জনের নমুনা সংগ্রহ বাড়ি লকডাউন ; একজনকে ঢাকায় প্রেরণ

স্বাস্থ্য

মোঃ জুয়েল রানা ,হোমনা থেকে :
কুমিল্লার হোমনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ওই দুই সন্দেহভাজন করোনা রোগী উপজেলার ঝগড়ারচর ও খোদেদাউদপুর গ্রামের। এ ঘটনায় আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে উপজেলা প্রশাসন দুই গ্রামে রোগীর অবস্থন করা বাড়িটি লকডাউন করার ঘোষণা দেয়। এছাড়া বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম সিকদার জানায়, করোনা আক্রান্ত সন্দেহ করা একজন চার দিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরে। সে ঢাকার একটি বে সরকারী হাসপাতালে চাকুরী কওে আরেকজন পেশায় আইনজীবি। সোমবার রাত থেকে তারা অসুস্থ হয়ে পড়ে। সন্দেহ করা ব্যক্তির সর্দি, জ্বর, গলা ব্যথার উপসর্গ রয়েছে।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে পরিবারের অন্যান্য সদস্যদের ও নমুনা সংগ্রহ করা হবে

Leave a Reply

Your email address will not be published.