কুমিল্লার সদর দক্ষিণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের উপর হামলা

অপরাধ

মামুন মজুমদার :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের এর পুত্র দুলাল মিয়া (২৮) সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়-গত ২২.৫.২০২০ইং বিকেল ৫ ঘটিকায় সাতবাড়িয়া গ্রামের মৃত.সিরাজ মিয়ার পুত্র বিল্লাল হোসেনকে তাহার বাড়ির সামনে একা পেয়ে একই এলাকার মৃত অলি আহাম্মদ এর পুত্র নাছরুল হাসান(৪২) ও ইউনূছ মিয়ার পুত্র মনির হোসেন(৩৮)সহ অজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলায় চালায়। পূর্ব শত্রুতার জেড় ধরে ২৭.৫.২০২০ইং সাতবাড়িয়া গ্রামের এমদাদুল হক(৪৫) এর মুদির দোকানের সামনে আহত বিল্লাল হোসেনের আপন ভাতিজা আবু তাহের এর পুত্র দুলাল মিয়া(২৮)কে অভিযুক্ত সন্ত্রাসী নাছরুল হাসান(৪২) ও মনির হোসেন(৩৮)সহ অজ্ঞাত ৩/৪জন যুবক তাদের হাতে থাকা দা, ছেনি, লাঠি সোঠা দিয়ে হত্যার উদ্যেশে মাথাসহ শরীরের অন্যান্য স্থানে গুরুতর আঘাত করে। ঘটনাস্থলে দুলাল মিয়া অজ্ঞান হয়ে পরলে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করেন। হাসপাতালের রেজি:নং-৫৫২৩৮/৪৭। এ ঘটনায় আবু তাহের বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published.