কুমিল্লার বরুড়ায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে ১ মোটর শ্রমিক নিহত

অন্যান্য

নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার বরুড়া উপজেলার ডেউয়া তুলি গ্রামে দীর্ঘদিন মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন টেটাবিদ্ধ করে, তুহিন মোল্লা (৪০)নামের এক মটর শ্রমিককে হত্যা করে, এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে গত(৩জুলাই) শুক্রবার জুম্মা’র নামাজ শেষে। নিহত মটর শ্রমিক তুহিন ডেউয়া তুলি গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে জুম্মার নামাজের সময় মিজান মোল্লা ও আকরাম মোল্লার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। আকরাম মোল্লার ছেলে তুহিন এ ঘটনার খবর পেয়ে প্রতিবাদ করলে মসজিদের পাশে রাস্তার উপর তুহিন মোল্লাকে একই গ্রামের রাজু মোল্লা, সাহিদুল ফকির , মিজান মোল্লা, ছোটন মোল্লাসহ একদল লোক তুহিনকে পিটিয়ে ও টেটাবিদ্ধ করে হত্যা করেন।জানা যায় ঘটনার স্হল পরিদর্শন করেন বরুড়া থানার পুলিশ,

Leave a Reply

Your email address will not be published.