কুমিল্লার চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে বায়েজীদ নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড

অপরাধ

মামুন মজুমদার :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকসার গ্রামে ইভটিজিংয়ের দায়ে বায়েজীদ(২৬) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুলাই) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা কারাদন্ডের রায় দেন। ভ্রাম্যমাণ আদালত ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়- কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সামুকসার পূর্ব পাড়ার প্রবাসী কেরামত আলীর স্ত্রী মাহমুদা বেগম(৪০)কে একই গ্রামের মৃত রহমানের পুত্র বায়েজীদ(২৬) প্রায়ই প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসতো। গত দুই বছর ধরে ইভটিজিংকারী বায়েজীদ প্রবাসী’র স্ত্রী মাহমুদা বেগমকে প্রেম নিবেদনের প্রস্তাব দিয়ে আসছে, বায়েজীদের প্রতি ক্ষিপ্ত ইইয়া মাহমুদা বেগম প্রেম নিবেদন প্রত্যাখানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করেন। ইভটিজিংকারী বায়েজীদকে সামুকসার গ্রামের গ্রাম্য সালিশকারীরা বিচার করে দিলেও পুনরায় আবারও একই অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পরে বায়েজীদ। ইভটিজিংকারী বায়েজীদের অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাতেও গত ২৯.৬.২০২০ইং মাহমুদা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এসডিআর নং:১৩৪৯। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইভটিজিংকারী বায়েজীদ(২৬) সামুকসার গ্রামের ২জন মহিলাকে পূর্বেও এমন উক্ত্যক্ত করেছিলো। ইভটিজিংয়ের শিকার মাহমুদা বেগম(৪০) এর সাথে কথা বললে তিনি জানান-বায়েজীদ(২৬) বুধবার সকালে আমার ঘরের সামনে এসে জোড় পূর্বক জড়িয়ে ধরার চেষ্টা করে। আর্ত¥সম্মান রক্ষার্থে আমি জোড়ে চিৎকার করিলে বায়েজিদ আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, বিষয়টি কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে স্থানীয়রা মোবাইলে জানানোর পর ঘটনাস্থলে এসআই নাছিরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ইভটিজিংকারী বায়েজীদকে আটক করে থানায় নিয়ে যায়।
ইভটিজিংকারী বায়েজীদের পরিবার সূত্রে জানা যায়-কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত বাউস্টে বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক বিষয়ে অর্নাসে অধ্যয়ন করছে। এবিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা’র সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান-ইভটিজিংকারী বায়েজীদকে এলাকাবাসী হাতে নাতে ধরে পুলিশ সদস্যদের খবর দেয়। মাহমুদা বেগম কে ইভটিজিং করার দায়ে বায়েজীদ(২৬)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.