কর্মদক্ষতায় একধাপ এগিয়ে আশুলিয়া থানার ওসি এম এ ফজলুল হক

অন্যান্য

শাহাদাৎ হোসেন সরকার :
ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়া একটি অংশ হিসেবে ব্যবহার হচ্ছে পোশাক শিল্প আর পোশাক শিল্পের উপর ভিত্তি করে এই এলাকায় গড়ে উঠেছে ঘনবসতি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বসবাস সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
শিল্প রক্ষা বাণিজ্যিক উন্নয়ন কর্মস্থলের ব্যবস্থাসহ দেশের উন্নয়নের স্বার্থে রয়েছে সরকারি দপ্তর। পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দপ্তর ।
আশুলিয়া অঞ্চলের মানুষের নিরাপত্তার স্বার্থে রয়েছে আশুলিয়া থানা। এই এলাকায় ঘনবসতি হওয়ায় অপরাধের প্রবণতা একটু বেশি।

সেই দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিল্প রক্ষা দেশের উন্নয়ন এর স্বার্থে আশুলিয়া অঞ্চলের উপর গুরুত্ব দিয়ে আশুলিয়া থানার জন্য নিয়োগ দিয়েছেন কিছু সংখ্যক সাহসী পুলিশ অফিসার। যাদের কর্মদক্ষতায় আশুলিয়া আজ পরিপূর্ণ।
এমনই একজন মানুষ জামাপুরের কৃতিসন্তান দক্ষ ও সাহসী পুলিশ অফিসার এম এ ফজলুল হক, ওসি ইন্টেলিজেন্ট আশুলিয়া থানা।
যিনি কারও কথায় প্রভাবিত না হয়ে নিজের সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ তথ্য উদঘাটন সহ , তার বিভিন্ন কর্মদক্ষতার মাধ্যমে পেয়েছেন পিপিএম পদক সহ একাধিক সম্মাননা পদক।
আশুলিয়া বাসির দাবি এম এ ফজলুল হক পিপিএম স্যার সারাজীবন সকল মিথ্যা ও ষরযন্ত্রকারিদের বিরুদ্ধে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, একজন সাদা ও সুন্দর মনের মানুষ, গর্বিত আমরা গর্বিত আশুলিয়া বাঁশি গর্বিত পুলিশ-প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published.