আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রামকে শহরে পরিনত করা হবে বগুড়ায় বলেন হুইপ স্বপন

রাজনীতি

মতিন খন্দকার টিটু :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, আগামী দিনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রামকে শহরে পরিনত করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া পৃথিবীতে একসাথে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করতে আর কেউ পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী ধর্মের প্রতি অনুগত আছেন বলেই তিনি তা পেরেছেন। উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে হবে। দলের নেতাকর্মীদের দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ করে জনগনের আস্থা অর্জন করতে হবে। সারা বাংলাদেশ কোথায় কোথায় গরীব দুঃখী মানুষ আছে তা খুঁজে বের করে তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হতে দুপচাঁচিয়া-কাহালু হয়ে নন্দীগ্রামের ওমরপুর পর্যন্ত রাস্তা প্রশস্ত ও পাকাকরণ কাজের উদ্বোধন ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনা জনসভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আ’লীগের সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগ, দুপচাঁচিয়া, আদমদীঘি, কাহালু, ক্ষেতলাল, কালাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ প্রমুখ। জনসভার পূর্বে প্রধান অতিথি গোপীনাথপুর হতে দুপচাঁচিয়া-কাহালু হয়ে নন্দীগ্রামের ওমরপুর পর্যন্ত রাস্তা প্রশস্ত ও পাকাকরণ কাজের বেলুন উড়িয়ে ফলক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published.