বগুড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ চ ৪ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জেলার সদর ও গাবতলী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাকু, মোবাইল, সীমকার্ড উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া চার জন হলো- বগুড়ার গাবতলী উপজেলার মধ্যমারছেও গ্রামের মৃত সেলিম প্রামাণিকের ছেলে জনি (৩০), একই উপজেলার সোনারায়ের খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল আলম (২৫), চুয়াডাঙ্গা জেলার সদরের ইসলামপাড়ার আতিকুর রহমানের ছেলে স্বজল হোসেন (২৬) এবং সাতগাড়ির আব্দুল মালেকের ছেলে আজাদ হোসেন (৩৩)। মঙ্গলবার দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোমবার দিবাগত রাতে সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছে। তখন তাদের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানকালে ২৬ কেজি গাঁজাসহ আজাদ ও স্বজলকে গ্রেফতার করা হয়। এসময় ১ টি পাথর ভর্তি ১০ চাকা বিশিষ্ট ৩/৪ ডাউন সাইজের ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮৭১২) ১টি মোবাইল ও ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়। এর আগে তাদের অপর একটি টিম বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার গাবতলী উপজেলার প্রথমমারছেও এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মঞ্জুরুল আলম ও জনিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১ টি চাকু, ২ টি মোবাইল, ৩ টি সীমকার্ড ও নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়। বগুড়া র‍্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার গ্রেফতার হওয়া চারজনকে মাদক ব্যবসায়ী দাবি করে জানান দীর্ঘদিন থেকেই আসামীরা জেলার বিভিন্ন জায়গায় মাদক কেনাবেচা করে আসছিলো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর ও গাবতলী থানায় তাদের প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.