কুমিল্লায় হেলমেট নিশ্চিত করতে মোবাইল ট্রাফিক স্কুল ও সচেতনতা নিশ্চিত করণের উদ্যোগ

অন্যান্য

কুমিল্লা সদর প্রতিনিধি :
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো ও একাধিক ব্যাক্তি মোটর সাইকেলে আরোহন ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র সঠিক অাছে কিনা এ নিয়ে চালক ও আরোহীদের হেলমেট নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মোবাইল ট্রাফিক স্কুল’ কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন । পূর্ব ঘোষনা অনুযায়ী গতকাল রবিবার দুপুরে নগরীর কান্দিরপাড়,পুলিশ লাইন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয় এর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ,এস.এম মোস্তাফিজুর রহমান,অমিত দত্ত ও বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক মো. মিনহাজ উদ্দিন। কান্দিরপাড় এলাকায় চলাচল কারী হেলমেট বিহীন ও হেলমেটবিহীন আরোহী বহন কারী গাড়ীগুলো টাউন হলে জরো করা হয়।সেখানে বিআরটিএ এর সহযোগিতায় আটককৃত গাড়ীর মালিকদের সচেতনতা মূলক প্রশিক্ষন প্রদান করে এবং হেলমেট ব্যবহারের নিশ্চয়তা চেয়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে এ অভিযানে মূল ভূমিকা পালন কারী জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাইদ জানান, কুমিল্লা নগরীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চলতে পারবে না। চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। এছাড়া চালক ছাড়া একজনের বেশি আরোহী থাকলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে জেল জরিমানা করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম সর্দার জানান,জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এর যৌথ সিদ্বান্ত মোতাবেক কুমিল্লা নগরীর যানঝট নিরসনে কয়েকটি পরিকল্পনা নেয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় নগরীতে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের সচেতনতা করা হয়েছে,এখন থেকে আরো কঠোর ভাবে বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.