কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তারা : আমরা কারো ক্ষমতার সিঁড়ি হতে চাই না

রাজনীতি

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
তিতাসে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সাথে জাতীয় পার্টি কুমিল্লা উত্তর জেলা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় তিতাস উপজেলা জাতীয় পার্টির কার্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

কুমিল্লা-২ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির ভাইস-চেয়ারম্যান লুৎফুর রেজা খোকন। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, প্রেসিডিয়াম সদস্য মোঃ এমরান হোসেন মিয়া, প্রেসিডিয়াম সদস্য মোঃ আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, সাবেক এমপি মৌলভী মোঃ ইলিয়াস, সৈয়দ মো ইফতেকার আহসান হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
মাহমুদা রহমান মুন্নী, জাতীয় মহিলা পার্টির সহ-সভাপতি শারমিন আক্তার, নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোসাঃ নাজমা আক্তার এমপি, চলচ্চিত্র অভিনেত্রী সালমা ইসলাম শারমিন, মোঃ এমরান হোসেন মিয়া, মোঃ আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মৌলভী মোঃ ইলিয়াস, নির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন, এটিএম মঞ্জুরুল ইসলাম শাহিন ও সৈয়দ ইফতেখার আহসান হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এয়ার আহমেদ সেলিম, হুমায়ূন মুন্সী, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, তিতাস উপজেলা যুবসংহতির আহ্বায়ক মো. শেখ ফরিদ মুন্সি, হোমনা উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ শাওন প্রমূখ।

এসময় বক্তারা পল্লীবন্ধু হোসাইন মুহম্মদ এরশাদের শাসনামলে রাষ্ট্রীয় উন্নয়নমূলক কর্মকান্ড গুলো তুলে ধরেন এবং সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন। তারা বলেন, জাতীয় পার্টিকে প্রত্যকটি বড় দল তাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। আমরা আর কারো ক্ষমতার সিঁড়ি হতে চাই না। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশের অনেক উন্নয়ন করেছে।

সভা শুরু হওয়ার আগে সকাল ১০টার সময় সভাস্থল নেতাকর্মীদের উপস্থিতে মূখরিত হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published.